কেষ্টগড়ে অমিত শাহ, ছুঁয়ে গেলেন অন্ডাল বিমানবন্দর
আমার কথা, অন্ডাল, ১৪ এপ্রিল:
শুক্রবার বীরভূমের সিউড়ির জনসভায় যোগ দিতে দিল্লি থেকে বিমানে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে নামেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে অন্ডাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতারা। দিল্লি থেকে বিশেষ বিমানে করে বারোটা চল্লিশ মিনিটে অন্ডাল বিমানবন্দরে নামেন অমিত শাহ। বিমানবন্দরের ভিতরে তাকে স্বাগত জানাতে আসা দলীয় নেতাদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১২:৫৫ মিনিট নাগাদ বিশেষ চপারে করে স্বরাষ্ট্রমন্ত্রী পাড়ি দেন বীরভূমের সিউড়ি-র উদ্দেশ্যে।