দুর্গাপুর উপ-সংশোধনাগার থেকে পলাতক বন্দিদের মধ্যে ধরা পড়ল ১
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ জুলাইঃ
দুর্গাপুর উপ সংশোধনাগার থেকে পলাতক তিন বিচারাধীন বন্দির মধ্যে একজনকে ধরল পুলিশ। মলানদিঘীর জঙ্গল থেকে ধরা পড়ে ভুবন নিয়োগী নামে ওই আসামী।
গতকাল অর্থাৎ রবিবার দুপুরে উপ সংশোধনাগারের পাঁচিল টপকে পালায় ভুবন নিয়োগী, মহঃ সাহাবুদ্দিন ও নেপাল মিধ্যা নামে তিন বিচারাধীন বন্দী।
প্রসঙ্গতঃ পুনরায় ধৃত ভুবন নিয়োগী অন্ডালে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অপরাধে ধরা পড়েছিল। সোমবার ভোরে যখন মলানদিঘী হয়ে পালানোর চেষ্টা করছিল সেই সময় নিউটাউনশিপ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায়। ভুবনকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আরো দুই পলাতক আসামীর সন্ধানে তল্লাশী চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত্য বাকি দুই আসামী তখনও ধরা পরেনি। ধৃত ভুবন নিয়োগীকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।