নির্বাচন সংক্রান্ত সর্বদলীয় বৈঠক দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১মার্চঃ
বেজে গেছে ভোটের দামামা, লাগু হয়েছে নির্বাচন কমিশনের বিধি নিষেধ। নির্বাচনের জন্য আর মাস খানেকও সময় নেই। তাই এই সময়টুকুর মধ্যে কিভাবে কি করতে হবে তা নিয়ে চলছে প্রস্তুতি। নির্বাচন উপলক্ষ্যে সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক হয়ে গেল। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম সহ সমস্ত অনুমোদিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এদিনের বৈঠকে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অর্ঘ্য প্রসূণ কাজীর কাছে শাসক বিরোধী দলগুলি তাদের অভিযোগ পাল্টা অভিযোগ তুলে ধরেন। সিপিএম, কংগ্রেস ও বিজেপি তথা বিরোধীদের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় এখনো সরকারি পোস্টার মুখ্যমন্ত্রীর ছবি লাগানো পোস্টার রয়েছে। এছাড়া নির্বাচনের দিনক্ষন ঘোষণা হয়ে যাওয়ার পরেও সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়াও হচ্ছে এই সমস্ত বিষয়ে মহকুমাশাসককে জানানো হয়।
যদিও তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে যে, শহরের বিভিন্ন পেট্রল পাম্পে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া পোস্টার রয়েছে আর সেগুলো এখনও সরানো হয়নি।
এসমস্ত বিষয়ে মহকুমা প্রশাসক তথা রিটার্নিং অফিসার অর্ঘ্য প্রসূণ কাজী বলেন, “সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে অভাব অভিযোগ শুনলাম এবং কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। পোস্টার গুলি ইতিমধ্যেই খোলার কাজ শুরু করা হয়েছে। সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”