লাউদোহায় মাছ ধরার জালে ধরা পড়ল আট ফুটের পাইথন
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৯সেপ্টেম্বরঃ
ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত তিলাবনি গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে শুক্রবার সকালে উদ্ধার হল আট ফুট লম্বা একটি পাইথন সাপ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে গ্রাম সংলগ্ন জঙ্গলে কালভার্টের নিচে সাপটি নজরে আসে। মাছ ধরার জন্য কালভার্টের নিচে স্থানীয়রা একটি জাল লাগিয়ে ছিল। সেই জালের মুখে সাপটি আটকে ছিল। সাপটিকে জাল থেকে উদ্ধার করে বনদপ্তরে খবর দেওয়া হলে লাউদোহা বনদপ্তর এর কর্মীরা এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সাপটিকে মলানদিঘি জঙ্গলে ছেড়ে দেয় বন দপ্তরের কর্মীরা। সাপটি কিভাবে এখানে এলো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বনদপ্তরের আধিকারিক।