প্রতারণার অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের এক ইভেন্ট ম্যানেজার
আমার কথা, দুর্গাপুর, ২৭ জুলাইঃ
বিয়ে উপলক্ষ্যে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হল একটি সংস্থার কর্ণধারকে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিধানগর এলাকায়। অভিযুক্ত ব্যবসায়ীর নাম সুরজিৎ বর্ধন। ধৃতকে পুলিশী হেফাজতের নির্দেশ বিচারকের। অভিযোগ অস্বীকার অভিযুক্তের।
দুর্গাপুরের ধান্ডাবাগের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা সুরজিৎ বর্ধন একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা চালান। দীর্ঘদিন ধরে দুর্গাপুর সহ দুর্গাপুরের বাইরেও বেশ কিছু জায়গায় তিনি নানা অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেন। সম্প্রতি বিধাননগরের বাসিন্দা রাজু দে-র মেয়ের বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব পান এই সুরজিৎ। অনুষ্ঠানের খরচ বাবদ অগ্রিম ৫ লক্ষ ২০ হাজার টাকা রাজু বাবু সুরজিৎকে দেন। এদিকে বিয়ের দিন এগিয়ে এলেও কাজের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে না দেখে তিনি সুরজিতের কাছে জানতে চান কবে থেকে বিয়ে বাড়ি সাজাতে শুরু করবেন। তারপরেই অভিযুক্ত যুবক রাজুবাবুকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। এরপর মার্চের ৭ তারিখে নিউটাউনশিপ থানায় সুরজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রাজুবাবু। এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। তদন্তে নেমে শুক্রবার রাতে সুরজিতকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে দুদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন, অভিযুক্ত সুরজিৎ বর্ধন। তিনি বলেন, “লোকের উপকার করতে গিয়েই ফাঁসলাম।”