নুপূর শর্মার বিরুদ্ধে জামুড়িয়া থানায় FIR দায়ের
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ১৫জুনঃ
নবী হজরত মহম্মদ মহম্মদের বিরুদ্ধে নূপুর শর্মার দেওয়া বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ চলছে।অনেক জায়গায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। বুধবার একটি প্রতিবাদ মিছিল বের করা হয় জামুরিয়ার জামে মসজিদের তরফ থেকে। এই মিছিলটি যায় জামুরিয়া থানা পর্যন্ত। এই মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়, সমাবেশে অংশগ্রহণকারীরা মুখ বেঁধে মৌন মিছিল করে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার জাহির আলম বলেন যেভাবে কিছু লোক ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র পরিবর্তন করে তাকে আঘাত করার চেষ্টা করছে এটা দুঃখজনক। তিনি বলেন, নূপুর শর্মার বক্তব্যের কারণে তিনি এতটাই আহত এবং দুঃখ পেয়েছিলেন যে এখন পর্যন্ত তারা নীরব ছিলেন কিন্তু এখন তিনি মনে করেন যে এর বিরোধিতা করা উচিত, তিনি বলেন যে কিছু লোক সাংবিধানিকভাবে সভ্য পদ্ধতিতে প্রতিবাদ করছে এবং কেউ কেউ প্রতিবাদ করছে অসাংবিধানিক উপায়ে। নূপুর শর্মা দ্বারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে, প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক। তিনি বলেন যে আজ নুপুর শর্মার বিরুদ্ধে জামুরিয়া থানায় একটি এফআইআর দায়ের করা হচ্ছে যাতে দেশের আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।