কারখানার ভেতর আত্মঘাতী দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) ৫মার্চঃ
কর্মরত অবস্থায় কারখানার মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন দুর্গাপুর ইস্পাত কারখানার এক আধিকারিক। মৃতের নাম উজ্জ্বল রায়। ওই আধিকারিক এসিভিএস বিভাগে ডেপুটি ম্যানেজার পদে ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কারখানা ভেতরে।
কারখানা সুত্রে জানা গিয়েছে, উজ্জ্বলবাবু শুক্রবার দুপুরে কারখানার ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্যান্য কর্মীরা। কর্তৃপক্ষকে জানালে তাঁরা দেহ উদ্ধার করে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে উজ্জ্বলবাবুকে মৃত বলে জানান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুর ইস্পাত কারখানার এসিভিএস বিভাগে। তবে কি কারনে উজ্জ্বলবাবু আত্মঘাতী হলেন তা এখনই পরিষ্কার করে জানা যায়নি।