দুর্গাপুরে পাম্প হাউসের জঙ্গল থেকে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২সেপ্টেম্বরঃ
এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বিধাননগরের পাম্প হাউস মোড় এলাকায়। মৃত ব্যাক্তির নাম ধ্রুব গুপ্ত(৬৫)। দুর্গাপুরের বিধানপার্কের বাসিন্দা ছিলেন ওই ব্যাক্তি।
মঙ্গলবার সাত সকালে ওই এলাকায় একটি জঙ্গলে সাফাই কর্মীরা কাজ করতে গিয়ে একটি গাছের থেকে ওই ব্যাক্তির মৃতদেহ ঝুলতে দেখতে পান। তাঁরা এরপর এলাকাবাসীদের বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন। বিধাননগর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যাক্তির পরনের প্যান্ট থেকে একগোছা চাবি আর একটি মোবাইল ফোন পাওয়া গেছিল। তারই সুত্র ধরে ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়। পাশাপাশি এও জানা গিয়েছে যে ওই ব্যাক্তি এক সময় ঠিকাদারের কাজ করতেন কিন্তু বর্তমানে তিনি কোনো কাজকর্মের সাথে যুক্ত ছিলেন না। মানসিক অবসাদেও ভুগছিলেন। প্রাথমিক অনুমান সম্ভবতঃ এই কারনে ওই ব্যাক্তি আত্মঘাতী হয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।