ছাত্র নেতা আনিস খানে-র মৃত্যুর প্রতিবাদে অন্ডাল থানা ঘেরাও
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৪ ফেব্রুয়ারীঃ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানে-র মৃত্যু রহস্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ব্যতিক্রম নয় খনি অঞ্চলও। ঘটনার প্রতিবাদে খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই হচ্ছে রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচী। একই ইস্যুতে বৃহস্পতিবার লাউদোহা ও অন্ডাল থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো বাম ছাত্রসংগঠন ডিওয়াইএফআইয়ের সদস্যরা। এদিন বেলা ১১ টায় লাউদোহা বাস স্ট্যান্ড থেকে সংগঠনের সদস্যরা মিছিল করে পৌঁছায় লাউদোহা থানার সামনে । বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা থানার আধিকারিকের হাতে দাবি সনদ তুলে দেন। বিকেল চারটে নাগাদ অন্ডাল থানাতেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সংগঠনের পক্ষে যুব নেতা মনোজ মুখোপাধ্যায় জানান রাজ্য সরকার পরিকল্পিতভাবে ছাত্রনেতা আনিস খানকে খুন করেছে বলে আমাদের বিশ্বাস । নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তাদের এ দিনের কর্মসূচী বলে জানান তিনি ।