দুর্গাপুরের বাসিন্দার হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন অন্ডালের ট্রাফিক ভলান্টিয়ার
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯আগস্টঃ
এক ব্যক্তির হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিয়ে ফের সততার পরিচয় দিলেন একজন ট্রাফিক ভলেন্টিয়ার। দীর্ঘদিন থেকে উখরার বাজপেয়ী মোডড়ে ট্রাফিক সামলানোর দায়িত্ব সামলান ট্রাফিক ভলান্টিয়ার বাপ্পা মন্ডল। শনিবার রাত আটটা নাগাদ তিনি লক্ষ্য করেন রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে রয়েছে। এরর তিনি ব্যাগটি কুড়িয়ে নিয়ে ব্যাগের মালিকের নাম সন্ধানের জন্য ব্যাগটি খোলেন। দেখেন ব্যাগটির ভিতর একটি চিরকুটে লেখা ছিল মালিকের নাম, দুর্গাপুরের বাসিন্দা সুনীল দাস। তৎক্ষণাৎ তিনি ব্যাগটির মালিকের খোঁজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে সেখানে হাজির হন ব্যাগটির মালিক সুনীল বাবু। মালিকের হাতে ব্যাগটি তুলে দেন বাপ্পা বাবু। তাঁর সততার প্রশংসা করেন ব্যাগের মালিক সুনীল বাবু। ঘটনা প্রসঙ্গে বাপ্পবাবু বলেন “এটি আমার কর্তব্য, আর তা পালন করে আমি খুশি।”