ঝাড়গ্রামের বনদপ্তরের আধিকারিকের পদত্যাগের দাবি দুর্গাপুরের পশুপ্রেমীদের
আমার কথা, দুর্গাপুর, ২৩ আগস্টঃ
ঝাড়গ্রামের বনদপ্তরের আধিকারিকের পদত্যাগের দাবি জানিয়ে পথে নামলেন দুর্গাপুরের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। ঝাড়গ্রাম জেলায় এক হাতির বীভৎস মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এই পদত্যাগের দাবি তাঁদের, সাথে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদেও তাঁরা একটি পদযাত্রা বের করেন। এই পদযাত্রাটি প্রান্তিকা থেকে বের হয়ে ভিড়িঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
সংগঠনের সদস্যদের অভিযোগ, মানব সভ্যতার উপর নিসংসতা ও বর্বরতার প্রতিবাদে তাঁদের এই পদযাত্রা। হাতি মৃত্যুর ঘটনা, ও আর জি কর কাণ্ড সভ্যতার ভীত নড়িয়ে দেয়। এরই প্রতিবাদে দুর্গাপুরে তাঁরা পথে নামলেন, তাদের দাবি নৃশংসতা ও বর্বরতা যে পর্যায়ে পৌঁছাচ্ছে তাতে আমরা স্তম্ভিৎ। সুরক্ষিত নয় নারীরা, তাই সকলে পায়ে পা মেলানো, নিরীহ পশুরাও বাদ যাচ্ছে না অত্যাচার থেকে। নাগরিক সমাজ ও প্রশাসনকে সচেতন করার উদ্দেশ্যেই আজকের এই মিছিল।