বিয়েবাড়ির গাড়ির দুর্ঘটনায় দুর্গাপুরে মৃত্যু হল আরো একজনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩ জানুয়ারীঃ
আরো একজনের মৃত্যু হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃত ব্যাক্তি ওই বিয়ে বাড়ির গাড়ির চালক ছিলেন বলে জানা গিয়েছে। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুজন। ইতিমধ্যেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের। যার মধ্যে একজন মহিলা রয়েছেন। মৃতেরা হলেন মৃদুলা দাস ও সিদ্ধার্থ রায়। এরা সিউড়ি থেকে রূপনারায়নপুরে ফিরছিলেন চার চাকার একটি গাড়িতে করে। আজ ভোরে পান্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারির কাচগে ৬০ নং জাতীয় সড়কে ইটভাটা মোড়ে একটি ডাম্পারের পেছনে তাদের গাড়িটি গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই পান্ডবেশ্বর থানার পুলিশ সকলকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর মৃত্যু হয় গাড়ির চালকের। আহতদের মধ্যে কয়েকজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সকাল থেকে বৃষ্টি ও ঘন কুয়াশার কারনে পথ দৃশ্যমান না থাকার কারনে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান।