কাঁকসায় ধরা পড়ল ডাকাত দলের আরো এক সদস্য
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২১জানুয়ারীঃ
গ্রেফতার হল আরো ডাকাত দলের এক সদস্য। শিব নারায়ন সিং নামে ওই দুষ্কৃতিকে আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশী হেফাজতের নির্দেশ দেন। তাকে জেরা চালাছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে কাঁকসার বেলডাঙ্গায় ডাকাতির উদ্দেশ্যে এক্ত্রিত হয়েছিল একটি ডাকাতের দল। গোপন সুত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ সেখানে হানা দিয়ে আটজন দুষ্কৃতিকে গ্রেফতার করলেও বাকিরা সেখান থেকে পালাতে সক্ষম হয়। তখন থেকেই পুলিশ বাকিদের খোঁজে তল্লাশী চালাচ্ছিল। এরপর গতকাল অর্থাৎ বুধবার রাতে ধৃত ওই দুষ্কৃতি বেলডাঙ্গায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। কথায় অসংগতি থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ এও জানতে পারে যে ডিসেম্বর মাসে যে ডাকাতের দলকে ধরা হয়েছিল এই শিব নারায়ন সিং সেই দলেরই আর এক সদস্য। এখন পুলিশ ধৃতকে জেরা করে বাকি দুষ্কৃতিদের খোঁজ পেতে চাইছে।