EXCLUSIVE! বার্থ সার্টিফিকেট কাণ্ডে নকল বাবা মায়ের পর গ্রেপ্তার আরও এক

আমার কথা, অন্ডাল, ১৬ মার্চঃ
শিশু পুত্রের জন্ম সার্টিফিকেট করাতে এসে ধরা পড়ে নকল বাবা মা। বর্তমানে তারা রয়েছে পুলিশ হেফাজতে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শুক্রবার সুভাষ মন্ডল নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি টাকার বিনিময়ে ভুয়ো নথি দিয়ে সার্টিফিকেট বের করার চক্রের পান্ডা বলে অভিযোগ।
অন্যের শিশু পুত্রকে নিজের শিশু পুত্র দাবী করে জন্ম সার্টিফিকেটে করাতে এসে সম্প্রতি গ্রেপ্তার হন নদিয়া জেলার বাসিন্দা কিশোর বালা ও পর্ণ বালা নামে এক দম্পতি। দেড় বছরের শিশু পুত্রের জন্ম সার্টিফিকেটের জন্য তারা আবেদন করেছিলেন অন্ডাল বিডিও অফিসে। কিন্তু নথি দেখে সন্দেহ হয় আধিকারিকের। বিষয়টি অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত জানান অন্ডাল থানার পুলিশকে। তদন্তে পুলিশ জানতে পারে ওই দম্পতি আসলে নকল বাবা মা। শিশু পুত্রটি তাদের নিজের নয়। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। বর্তমানে তারা রয়েছে পুলিশি হেফাজতে। তদন্তে পুলিশ জানতে পারে এই ঘটনায় সুভাষ মন্ডল নামে আরও এক জনের জড়িত থাকার কথা। শুক্রবার অভিযুক্ত সুভাষ মন্ডল কে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার পেশ করা হয় মহাকুমা আদালতের বিচারকের এজলাসে। বিচারকের নির্দেশে জেল হেফাজত হয় অভিযুক্তের। জানা যায় ধৃত সুভাষ মন্ডলের বাড়ি খান্দরা পঞ্চায়েতের বিশেশ্বরী এলাকায়। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মূল গেটের বাঁ হাতে রয়েছে তার একটি দোকান (মন্ডল ভ্যারাইটিস স্টোর)। স্থানীয় এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় ধৃত সুভাষ মন্ডল ঐ দোকানে বসেই দীর্ঘদিন ধরে জন্ম, মৃত্যু সার্টিফিকেট তৈরীর কাজও করে। এই কাজের সূত্রই ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে তার অবাধ বিচরণ লক্ষ্য করা যায় । মোটা টাকার বিনিময়ে অভিযুক্ত জন্ম, মৃত্যুর সার্টিফিকেট বানিয়ে দেয়। সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় নথির ব্যবস্থাও সে করে দেয় বলে অভিযোগ। রবিবার বিষয়টি নিয়ে খোঁজখবর করতে বিশ্বেশ্বরীতে গিয়ে দেখা যায় অভিযুক্তদের বাড়ি ও দোকান তালা বন্ধ রয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ভুয়ো নথি জোগাড় করে জন্ম, মৃত্যুর শংসাপত্র তৈরীর কাজে আর কারা কারা জড়িত তা জানা যাবে বলে তদন্তকারীদের ধারণা।