ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪জানুয়ারীঃ
ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক ঠিকা কর্মীর। মৃত ওই কর্মীর নাম সেখ সামিরুদ্দিন(৪৮)। দুর্গাপুরের আমরাইয়ের বাসিন্দা ওই ঠিকাকর্মী ইস্পাত কারখানার অক্সিজেন ফার্নেস বিভাগে কর্মরত ছিলেন।
ওই ঠিকাকর্মীর সহকর্মীদের সুত্রে জানা গিয়েছে, আজ রবিবার সকাল ৯টা নাগাদ যখন তিনি বিওএফ ল্যাডল পিটে কাজ করছিলেন সেই সময় লোহার জ্যাক হাম্বারে আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাঁকে সুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
এরপরেই কারখানার অন্যান্য ঠিকা কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পরে। তাদের অভিযোগ, ইস্পাত কারখানায় এখন দুর্ঘটনায় শ্রমিকের আহত কিংবা মৃত্যু নিত্য নৈমিত্যিক হয়ে দাঁড়িয়েছে। অথচ শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ একেবারে উদাসিন। তাঁরা সুরক্ষার দাবি জানান।