দুর্গাপুরে মনোনয়ন দাখিলের সময় শাসক-বিরোধীর ‘স্লোগান-যুদ্ধে’ উত্তপ্ত আদালত চত্বর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫এপ্রিলঃ
মনোনয়ন দাখিল করাকে কেন্দ্র করে সোমবার সরগরম হল শহর দুর্গাপুর। শাসক বিরোধী দুই দলের ভরপুর শ্লোগান যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল দুর্গাপুর আদালত চত্ত্বর। তৃণমূল বিজেপির নেতা কর্মীদের এই স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে দুই পক্ষই। সেই বাকযুদ্ধ হাতাহাতিতে রূপ নিতে পারত যদি না পুলিশ ঘটনার সামাল দিতো।
এদিন পশ্চিম বর্ধমান জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসেন দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরে। একই সময় পান্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রেরও তৃনমূলের প্রার্থীরাও আসেন মনোনয়নপত্র জমা দিতে। সাথে ছিল দুই দলেরই প্রচুর কর্মী সমর্থকরা। স্বভাবতি এমনিতেই গরম পরিবেশ ছিল ওই চত্বরে। আর পরিস্থিতি যেকোনো মুহূর্তে জটিল হয়ে উঠতে পারে এরকম আশঙ্কা থেকে গোটা চত্বরতি মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার বলয়ে। মোতায়েন ছিল প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও কমব্যাট ফোর্স।
এদিকে, দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করতে এসে বিজেপি ও তৃণমূলের দুই দলের মিছিল মুখোমুখি হয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুই দলের নেতাকর্মীরা নিজেদের স্লোগান দিয়ে চলে বাকযুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস ও কমব্যাট ফোর্স আসে। দুই পক্ষকে কোনোরকম সামাল দেয় পুলিসবাহিনী। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি, যদিও বেশ কিছু সময় পর্যন্ত্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল ওই চত্বরে।