অনুব্রতর “নকুলদানা”র দাওয়াই জামুড়িয়ায়, বিতর্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ১২ এপ্রিলঃ
আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন চলছে আর এই নির্বাচনে ওই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। যদিও বর্তমানে অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তৃনমূলকর্মীদের অনুব্রত মণ্ডলের দেখানো পথই অনুসরন করতে দেখা গেল জামুড়িয়ায়। বীরভূমের জেলা সভাপতির একটি উল্লেখযোগ্য বিতর্কিত নিদান বা দাওয়াই হো্লো “নকুলদানা বা গুড়-বাতাসা”। এদিন আসানসোল উপনির্বাচনে জামুড়িয়ার অবিনাশ প্রাথমিক বিদ্যাল সংলগ্ন তৃণমূলের একটি ক্যাম্প অফিস থেকে তৃণমূল কর্মীদের নকুলদানা ও গুড় বাতাসা খাওয়াতে দেখা গেল ভোটারদের।
যদিও তাদের, বক্তব্য “প্রচন্ড গরমে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। তাদের শরীর ঠান্ডা রাখার জন্য আমরা ভোটারদের নকুলদানা আর গুড় বাতাসা খাওয়াচ্ছি। এর সাথে অন্য কিছুর কোন সম্পর্ক নেই”
তবে ভোট গ্রহণ পর্ব চলাকালীন এভাবে ভোটারদের নকুলদানা বা গুড় বাতাসা খাওয়ানো যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা