ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজের জল, কাঁকসায় দামোদরের ঘাটে পুলিশী নজরদারি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬মেঃ
দুর্গাপুর ব্যারেজ থেকে দামোদর নদের জল ছাড়ার ফলে এলাকার মানুষকে যাতে বিপদে না পড়তে হয় তাই কাঁকসা থানার পুলিশ কাঁকসার সিলামপুর এলাকায় দামোদরের ঘাটে এলাকার মানুষকে সচেতন করতে নজরদারি শুরু করলো।
কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহর নেতৃত্বে কাঁকসার সিলামপুরে দামোদর নদের তীরে যে সমস্ত মানুষ কাঁচা বাড়িতে বসবাস করেন তাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য আবেদন করেন পুলিশকর্মীরা।
তবে স্থানীয়রা জানিয়েছেন এখনো তেমন বিপদের কিছু নেই তবে তারা সচেতন রয়েছেন এবং জল বাড়ার সাথে সাথে তারা অন্যত্র নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন।