দুর্গাপুরের নতুন মহকুমা শাসক হয়ে এলেন অর্ঘপ্রসূন কাজী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯নভেম্বরঃ
দুর্গাপুরের মহকুমা শাসকের দায়িত্বভার গ্রহণ করলেন অর্ঘপ্রসূন কাজী। এতদিন এই দায়িত্বে ছিলেন অনির্বান কোলে। সম্প্রতি তাঁর পদোন্নতি হওয়ায় তাঁর জায়গায় মহকুমা প্রশাসনের দায়িত্বভার দেওয়া হয় অর্ঘপ্রসূন কাজীকে। তিনি এতদিন কলকাতায় কর্মরত ছিলেন। সেখান থেকে সরাসরি দুর্গাপুরে এসে এই দায়িত্বভার নেন। আজ অর্থাৎ ১৯ নভেম্বর থেকে দুর্গাপুর মহকুমা শাসক হিসেবে অর্ঘপ্রসূন কাজী কাজ শুরু করলেন।
প্রসঙ্গতঃ এক বছর নয় মাস দুর্গাপুর মহকুমা শাসকের দায়িত্বে ছিলেন অনির্বাণ কোলে। তাঁর পদোন্নতি হয়। তিনি পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কার্যভার গ্রহণ করলেন।