১লক্ষ টাকার বিনিময়ে চিনাকুড়ির ব্যবসায়ীকে খুন, গ্রেফতার সুপারিকিলার
আমার কথা, কুলটি, ২০ অক্টোবর:
চিনাকুড়ির শুটআউটে ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গ্রেফতার হল সুপারিকিলার। ধৃত সুপারিকিলার মুরারী প্রসাদ গুরুজী বিহারের জামুয়ের বাসিন্দা। এই ঘটনায় প্রথম গ্রেফতার হয় চিনাকুড়ির মহম্মদ শামিম। শামিমকে জেরা করে এরপর পুলিশ গ্রেফতার করে সুপারিকিলার মুরারী প্রসাদ গুরুজী কে।
প্রসঙ্গত: চলতি মাসের ১০ তারিখে সকালেবেলা চিনাকুড়িতে প্রকাশ্যে গুলিতে খুন করা হয় মহাজন শম্ভুনাথ মিশ্রাকে। তদন্তে নেমে পুলিশ পরেরদিন গ্রেফতার করে মহ: শামিমকে। জেরায় শামিম জানায় শম্ভুনাথ মিশ্রার থেকে সুদে টাকা ধার করেছিল। সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন শম্ভুনাথ। এই টাকা নিয়ে বিবাদের জেরে সে সুপারিকিলার দিয়ে খুন করায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মহম্মদ শামীম সুপারি কিলার মুরারীপ্রসাদ গুরুজী কে ১লক্ষ টাকার বিনিময়ে শম্ভুনাথ মিশ্রাকে হত্যা করায়। অভিযুক্তকে শুক্রবার আসানসোল আদালতে তোলা হয়।