পুজোর আগে জুয়ার ঠেক থেকে গ্রেফতার ১২ জুয়াড়ি
আমার কথা, অন্ডাল, ১৬ অক্টোবর:
পুলিশি অভিযানে ধরা পরল ১২ জন জুয়ারী। মদনপুর পঞ্চায়েতের ধান্ডাডিহি গ্রামের ঘটনা। ধৃতদের আজ পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
ধান্ডাডিহি গ্রামের ডাঙ্গালপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে চলছিল জুয়োর ঠেক। স্থানীয়দের পাশাপাশি সেই ঠেকে আসা যাওয়া ছিল বহিরাগতদেরও। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ওই ঠেকে হানা দেয় অন্ডাল থানার পুলিশ। জুয়া খেলার অভিযোগে ঠেক থেকে গ্রেফতার করা হয় ১২ জনকে। উদ্ধার হয় ২৩,৯১০ টাকা। সোমবার অভিযুক্তদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের এজলাসে।