কোলিয়ারীর গোডাউনে চুরির ঘটনায় গ্রেফতার ৪
আমার কথা, পান্ডবেশ্বর, ১৭ আগস্ট:
লস্কর বাঁধ কোলিয়ারির গোডাউনে লুটপাট ও যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেফতার চার দুষ্কৃতী । আজ তাদের আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
মঙ্গলবার গভীর রাতে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর লস্করবাঁধ কোলিয়ারির গোডাউনে লুটপাট চালিয়ে দামি যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী। পরের দিন বুধবার দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি-র সমর্থকেরা। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় চারজনকে। ধৃতরা হল শান্তি ঘোষ, শামসুদ্দিন মিয়া, প্রশান্ত নন্দন ও অসিত নন্দন। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয় পানশিউলি-র নিউপিট ও একজন গ্রেপ্তার হন নতুনডাঙ্গা এলাকা থেকে। সেই সাথে বাজেয়াপ্ত করা হয় যন্ত্রাংশ চুরির কাজে ব্যবহৃত দুটি মারুতি ভ্যানও। অভিযুক্তদের আজ বৃহস্পতিবার বেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের তরফে। বিচারপতি ধৃতদের চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।