অবৈধ বালি পাচারে যুক্ত থাকার অভিযোগে পান্ডবেশ্বরে গ্রেফতার ৬
আমার কথা, পান্ডবেশ্বর, ১৮ জানুয়ারী:
অবৈধভাবে বালি পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে ছ’জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় আদালতে। চার জনের পুলিশ হেফাজত দু’জনের জেলে হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পাণ্ডবেশ্বর এর শ্যামলা এলাকার অজয় নদী থেকে বেশ কিছুদিন ধরেই রমরমিয়ে চলছিল বালি পাচার। বুধবার রাতে বালি পাচারের সময় হাতে নাতে ছ’জন পাচারকারীকে গ্রেফতার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে বিচারকের এজলাসে। ধৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনার হারোয়ার বাসিন্দা রেজাউল মোল্লা, হাসান আলি মোল্লা, পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা শুভ রুইদাস ও মুর্শিদাবাদ জেলার ঘর গ্রামের মহেন্দ্রনাথ দাসের ৪ দিনের পুলিশ হেফাজত ও অন্য দুজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত মুর্শিদাবাদ এর মহেন্দ্রনাথ দাস নকল চালান তৈরি করে পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও অজয় নদী থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচার করত বলে অভিযোগ। ধৃতদের জেরা করে অবৈধ বালি পাচারের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানা যাবে বলে জানান পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক।