কাঁকসায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৯ দুষ্কৃতি, দোমরার ডাকাতিতে কি এরাই ছিল?
আমার কথা, কাঁকসা, ১৯ নভেম্বর:
পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই ধরা পরে গেল দুষ্কৃতির দল। ভেস্তে গেল ডাকাতির ছক। কাঁকসার মিনি বাজার এলাকা থেকে ডাকাত দলটাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে।
শনিবার মাঝরাতে কাঁকসা থানার মিনি বাজার এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি চার চাকার গাড়ি ও একটি লরি। গাড়িগুলির পাশে দাঁড়িয়ে ছিল কয়েকজন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদারী পুলিশ এখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করতে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পেছনে ধাওয়া করে পুলিশ। কিছুটা দূরে গিয়ে ন’জনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার যন্ত্র। পুলিশী জেরায় ধৃতরা স্বীকার করে ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল। এরপর পুলিশ ন’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয় দুটি গাড়ি। এসিপি কাঁকসা সুমন কুমার জসওয়াল জানান ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তারা স্বীকার করেছে এলাকার বন্ধ একটা কারখানায় যন্ত্রাংশ চুরি করার ছক ছিল তাদের। ধৃতরা পূর্ব বর্ধমানের আউসগ্রাম, গলসি ও পরশি জেলা বীরভূমের বাসিন্দা। সম্প্রতি কাঁকসা থানার দোমরা গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। ধৃতরা ওই ঘটনার সাথে যুক্ত ছিল বলে অনুমান পুলিশের।
রবিবার ধৃত ৯ জনকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান কাঁকসা থানার এক আধিকারিক।