নেতামন্ত্রীদের নাম ভাঙিয়ে দুর্গাপুরে প্রতারণার অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী
আমার কথা, দুর্গাপুর, ১১ ফেব্রুয়ারী:
নিজেকে নেপালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পরিচয় দিয়ে দিনের পর দিন প্রতারনা, মন্ত্রী মলয় ঘটক, বীরভুমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে ছবি দেখিয়ে প্রভাব বিস্তার করা সহ আরও একাধিক অভিযোগে বিদ্যুৎ পোদ্দার নামক এক ব্যক্তিকে শনিবার রাতে কলকাতার রাজারহাটের নিউটাউন থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তির বিরূদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগও রয়েছে। মহিলা পুরুষদের চা প্যাকেজিং এর কাজে নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে দুর্গাপুরের বেশ কিছু পুরুষ ও মহিলাকে কাজে নিয়োগ করেছিল এই ব্যক্তি। প্রায় দেড় বছর কাজ করিয়ে বেতন দেননি, ৫৪ ফুট এলাকায় একটি অফিসও নিয়েছিলেন তিনি। ২০২১ সালে সেখানেই কর্মরতা স্বপ্না চাঁই নামক এক মহিলা অভিযোগ জানান এই ব্যক্তির বিরূদ্ধে। তারপরেই এই গ্রেপ্তারী।
যদিও অভিযুক্ত বিদ্যুৎ পোদ্দার জানান যে তিনি কর্ম সংস্থানের ব্যবস্থা করেছিলেন, তিনি চক্রান্তের শিকার, আইনই কথা বলবে।