বরাকরে নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১, উদ্ধার লুঠ হওয়া বন্দুক
আমার কথা, পশ্চিম বর্ধমান(বরাকর), ২০জুনঃ
বরাকরের রামনগরে বালি বাঙ্কারে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের হামলার ঘটনায় ঝাড়খণ্ডের টুন্ডি থেকে একজনকে গ্রেফতার করলো কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ। সোমবার সন্ধ্যায় কুলটি থানায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(কুলটি) সুকান্ত ব্যানার্জি। ধৃতের কাছ থেকে নিরাপত্তা রক্ষীর লুঠ করা বন্দুকটি উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত গত ৫ই জুন বরাকরের রামনগরে বালি বাঙ্কারে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর একদল দুষ্কৃতী হামলা চালিয়েছিলো। এক নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়েছিলো এবং আরেক জন নিরাপত্তা রক্ষীর কাছ থেকে তার বন্দুকটি লুঠ করেছিলো দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্ত শুরু করে ১৪ দিনের মাথায় ঝাড়খণ্ডের টুন্ডি থেকে লালন বাসকি নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ লুঠ হওয়া বন্দুকটি উদ্ধার করা হয়েছে।