দুর্গাপুরের বসুন্ধরা পার্ক থেকে উদ্ধার মহিলা খুনের ঘটনায় ধৃত ৩

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ ডিসেম্বরঃ
দুর্গাপুরের বসুন্ধরা পার্কে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো দুর্গাপুর থানার পুলিশ।
গত ২২ তারিখ সকালে দুর্গাপুরের নেতাজী সুভাষ রোড এলাকায় বসুন্ধরা পার্ক থেকে শোভা দাস(৪০) নামে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। দুহাত ভাঙ্গা ছিল। মুখ ছিল থেঁতলানো। গলায় ফাঁসের চিহ্ন ছিল। অনুমান মহিলাকে খুন করা হয়েছিল। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাছিল পুলিশ। এরপরেই ঘটনার তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে। মৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক তিনজনকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ধৃতরা তিনজনই দুর্গাপুরের আমরাই এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।