কাঁকসায় বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১মার্চঃ
দুর্গাপুরের কাঁকসার ১১মাইল থেকে বেআইনি মদ বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। রবিবার কাঁকসার ১১মাইলে গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে ৫১ বোতল দেশি মদ সহ এক জনকে আটক করে। আটক হয়েছে একটি বাইক ও ৭১৭০টাকা। সোমবার অভিযুক্ত যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠালে। বিচারক অভিযুকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে ১১মাইল এলাকায় দীর্ঘ দিন ধরে বে আইনি ভাবে দেশি মদ বিক্রি করা হতো। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ হানা দিয়ে একজনকে ধরলেও বাকিরা পালিয়ে যায়। বেআইনি মদ বিক্রির সাথে আর কারা জড়িত আছে তার সন্ধান চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ। তবে নির্বাচনের জন্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লাগাতার তল্লাশি চালানো হবে বলে জানা গেছে।