বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসায় গ্রেফতার ১

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ফেব্রুয়ারীঃ
বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসার এগারো মাইল থেকে গ্রেফতার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ অভিযান চালিয়ে কাঁকসার ওই এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রির সময় অভিযুক্তকে হাতে নাতে ধরে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেআইনি ভাবে দেশি মদ বিক্রি করার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। একুশ বোতল দেশি মদ আটক করেছে কাঁকসা থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।