দাহকার্যে চাই মদ, না পেয়ে পান্ডবেশ্বরে বন্ধ দোকানের সামনে হুজ্জুতির অভিযোগে গ্রেপ্তার ২
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪এপ্রিলঃ
পাড়ার কোনো এক ব্যাক্তির মৃত্যুর পর তাঁকে শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়ার জন্য চাই মদ আর সেই মদ দেওয়ার জন্য এলাকার একটি মদের দোকানে হুজ্জুতি করে লকডাউনের নিয়মভঙ্গের অভিযোগে পান্ডবেশ্বরে গ্রেপ্তার করা হল ২ ব্যাক্তিকে।
জানা গেছে, পান্ডবেশ্বর থানার অন্তর্গত বাউড়িপাড়ায় গতকাল শোমবার মৃত্যু হয় পাড়ার কোনো এক ব্যাক্তির। এবার পালা তাঁকে শ্মশানে নিয়ে দাহ করা। এমনিতেই লকডাউন বলে প্রথমে শ্মশানে যাওয়ার মতো সেভাবে কাউকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরে বাউড়িপাড়ার অনেক বাসিন্দাই জুটে যায় শ্মশানযাত্রার জন্য। তার একটাই শর্ত তা হল চাই মদ। অথচ লকডাউনের কারনে সঅমস্ত মদের দোকান বন্ধ। এলাকায় একটি মদের দোকান চালান প্রবীর মন্ডল নামে এক ব্যাক্তি। তার দোকানের সামনে গিয়ে শ্মশানযাত্রীরা ভিড় জমান। আবদার দোকান খুলে তাদের মদ দিতে হবে, আর তা না পাওয়ার জন্য শুরু হয়ে যায় ঝামেলা। ইতিমধ্যে ই ঘটনার খবর গিয়ে পৌঁছয় থানায়। খবর পেয়েই পান্ডবেশ্বর থানার পুলিশ তড়িঘড়ি পৌঁছয় এলাকায়। পুলিশ দেখেই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায়। যে যেদিকে পারে পালানোর চেষ্টা করে। তারই মাঝে পুলিশ ২জনকে পাকড়াও করে থানায় নিয়ে যায়।