উখরা পুলিশের জালে দুই দুষ্কৃতি, মিললো কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র
আমার কথা, অন্ডাল, ১৩ ডিসেম্বর:
গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করলো দুই দুষ্কৃতিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ।
খবর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উখড়া সংলগ্ন চনচনি কোলিয়ারি এলাকায় মহম্মদ টিপু ও সৈয়দ নিজামুদ্দিন নামে দুই দুষ্কৃতির উপস্থিতির খবর আসে পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ। ধৃত মোহাম্মদ টিপু রানীগঞ্জের রাজারবাঁধ এলাকার বাসিন্দা, অন্যজন সৈয়দ নিজামুদ্দিন রানীগঞ্জের মাজার শরীফের বাসিন্দা বলে জানা যায়। ধৃতদের আজ বুধবার দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করবে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।