দুর্গাপুরের মেনগেটে গুলির চলার অভিযোগ, আটক যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ফেব্রুয়ারীঃ
দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির অন্তর্গত মেনগেট এলাকা থেকে এক যুবককে আটক করল পুলিশ। অভিযুক্ত যুবকের নাম আমন সিং। ধৃত যুবক ওই এলাকারই বাসিন্দা।
এলাকাবাসীরা জানান, বুধবার বিকেলের দিকে তাঁরা আচমকাই গুলি চলার আওয়াজ শুনতে পান। যদিও তাঁরা নিজেদের চোখে কিছু দেখতে পাননি। তবে কিছু সময় পরে এলাকায় পুলিশ এসে আমন সিংকে আটক করে নিয়ে যায়।
এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, এলাকায় একটি ক্লাবের সদস্য অভিযুক্ত ওই যুবক আমন সিং। এদিন বিকেলে ক্লাবে অপর কয়েকজন সদস্যদের সাথে কোনো কারনে বচসা বাধে আমনের। বচসার মধ্যে ওই যুবক পকেট থেকে একটি বন্দুক বের করে ভয় দেখায় সাথে বন্দুক চালালেও কোনো গুলি চলেনি। অভিযুক্ত আমন সিং সেই সময় মদ্যপ অবস্থায় ছিল। ধৃতের কাছ থেকে বন্দুকটিও উদ্ধার হয়েছে।