মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরে চালু হল “দুয়ারে রেশন” প্রকল্প
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০মেঃ
করোনাকালে খাদ্যের যাতে অভাব না হয় সাধারন মানুষের তার জন্য গত এক বছর ধরে রাজ্য সরকার রেশনের মাধ্যমে বিনামূল্যে চাল,ডাল ইত্যাদি বিতরনের ব্যবস্থা করে আসছেন। কিন্তু এই রেশন সংগ্রহ করতে গিয়ে করোনার স্বাস্থ্যবিধি শিকেয় তুলে যেভাবে মানুশজন ভিড় জমাচ্ছেন তাতে সংক্রণ বেড়ে যাওয়ার আশংকা পূর্ণমাত্রায় দেখা দিচ্ছে। তাই রাজ্যবাসীকে করোনার হাত থেকে বাঁচাতে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন যদি তিনি আবার রাজ্যের দায়িত্ব হাতে পান তাহলে রাজ্যবাসীর জন্য “দুয়ারে রেশন” প্রকল্প চালু করবেন। তাঁর সেই প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুর মহকুমায় প্রথমবার দুর্গাপুরের পলাশডিহায় একটি শিশু শিক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প।
আধিকারিকরা জানিয়েছেন বর্তমানে এটি পাইলট প্রজেক্ট হিসেবে আজ তা শুরু হলো। বর্তমানে করোনা অবহে যে ভাবে রেশন দোকানে ভিড় জমছে সেই ভিড় কমানোর জন্য দুর্গাপুর মহাকুমায় প্রথমবার পাইলট প্রজেক্ট হিসেবে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়েছে। আধিকারিকদের ধারণা এর ফলে রেশন দোকানে চাপ কমবে, আর করোণা ভাইরাসের সংক্রমণ অনেকটাই রোধ করা যাবে।
নবমিতা বিশ্বাস, পূর্ণিমা মন্ডলরা জানান আগে রেশনের জন্য অনেকটা দুরে যেতে হতো, আর অনেক লম্বা লাইনেও দাঁড়াতে হতো। কিন্তু মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের জন্য আমরা এখন রেশন বাড়ির কাছেই পাচ্ছি আর সেভাবে ভিড়েও দাঁড়াতে হচ্ছে না। এতে আমরা খুব খুশি।