আসানসোল জেলা হাসপাতালে হল অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৫ আগস্টঃ
বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সেখানে সাধারণ মানুষের উৎসাহী ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন ভিড়ের মাঝে “গরু চোর” “গরু চোর” শ্লোগান দিতে দেখা যায় উৎসাহী জনতাকে।
প্রায় ৪৫ মিনিট ধরে স্বাস্থ্য পরীক্ষার পর জেলা হাসপাতাল থেকে অনুব্রতকে নিয়ে আসা যাওয়া হয় আসানসোলের বিশেষ সংশোধনাগারে। অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার জন্য ৩ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করে তার শারীরিক পরীক্ষা হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। এই মুহূর্তে তার মেডিকেল ও সার্জিক্যাল কোন এমার্জেন্সি নেই বলে জানালেন হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস।