আসানসোল পুরসভার প্রথম দফার ফল ঘোষিত, দেখে নিন কে কোথায় জয়ী হলেন
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৪ ফেব্রুয়ারীঃ
আসানসোল পুরসভার প্রথম পর্যায়ের গননার শেষে মোট ৫৩টি ওয়ার্ডের রেজাল্ট ঘোষনা করা হল। যেখানে বিজেপি জয়ি হয়েছে চারটি ওয়ার্ডে। বামফ্রন্ট পেয়েছে ২টি ওয়ার্ড ও কংগ্রেস পেয়েছে ২টি ওয়ার্ডের আসন।
বাকি গুলোতে জয়ী হয়েছে তৃনমুল কংগ্রেস।
এর পর ৫৪ থেকে বাকি ওয়ার্ডের গণনা শুরু হবে।
আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালী তিওয়ারি জয়ী।
আসানসোল পৌরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী গোপা হালদার জয়ী।
আসানসোল পৌরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমরনাথ চ্যাটার্জি জয়ী
আসানসোল পৌরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উষা রজক জয়লাভ করেছে।
আসানসোল পৌরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গুরুদাস চ্যাটার্জি।
আসানসোল পৌরনিগমের ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্ত মজুমদার জয়ী
আসানসোল পৌরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমিতাভ বসু জয়ী
আসানসোল পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ জয়ী।
আসানসোল পৌরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অমিত তুলশিয়ান জয়ী
আসানসোল পৌরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নারায়ন বাউরি জয়ী।