আসানসোল পুরসভা ফের তৃণমূলের দখলে
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল, ১৪ ফেব্রুয়ারীঃ
গণনা শেষ। গণনা শেষে আসানসোল পুরসভার ফলাফল যা দেখা গেল তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই পুরসভার ফলাফল যা দাঁড়ালো তা হল,
তৃণমূল কংগ্রেস – ৯১
বিজেপি – ৭
কংগ্রেস – ৩
বামফ্রন্ট – ২
নির্দল – ৩
যদিও দুপুর ১টার সময় যেটুকু ফল ঘোষিত হয়েছিল তাতে ১০৬টির মধ্যে ৮৯টি আসনই তৃনমূলের দখলে চলে গেছিল। স্বভাবতই বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না যে ম্যাজিক ফিগার নিয়ে পুরবোর্ড গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আসানসোল পুরসভা ফের তৃণমূলের দখলেই যেতে চলেছে।
এদিকে গণনা শেষে ফলাফল ঘোষণার পরেই তৃণমূল কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সবুজ আবীর নিয়ে নিজেদের মধ্যে খেলায় মেতে ওঠেন, সাথে বাজতে থাকে “খেলা হবে”। শুধু তাই নয় তাঁরা একদিকে যেমন নিজেদের মধ্যে মিষ্টি মুখ করেন তেমনই পথচলতি মানুষজনকেও মিষ্টি খাওয়ান। সব মিলিয়ে কার্যতঃ আসানসোলে এখন সবুজ ঝড় বইছে।