রাত পেরোলেই আসানসোল পুরসভার ভোট, তৎপরতা তুঙ্গে
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১১ ফেব্রুয়ারীঃ
রাত পেরলেই আসানসোল পুরসভার নির্বাচন। ঠিক তার আগে ভোটের সামগ্রী নিয়ে ডি.সি.আর.সি কেন্দ্র থেকে ভোট কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করেছেন ভোট কর্মীরা। আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজে করা হয়েছে ডি.সি.আর.সি কেন্দ্র। সেখান থেকেই আসানসোল পুরসভার ১০৬টি ওয়ার্ডের ভোট সামগ্রী বিতরনের কাজ চলছে।একদিকে ভোট কর্মীরা তাদের ভোট করানোর সরঞ্জাম বুঝে নিচ্ছেন। পাশাপাশি রয়েছে পুলিশি ব্যবস্থা ও মেডিকেল টিম। মোট ৫৩ টি কাউন্টার থেকে ভোটের জন্য ব্যবহৃত ইভিএম , হাতে লাগানোর কালি , ভোট কক্ষ ইত্যাদি সামগ্রী নিয়ে বুথের দিকে রওনার জন্য প্রস্তুতি নিতে দেখা গেল শুক্রবার সকাল থেকে।