জাতীয় তাইকুন্ডু প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক আসানসোলের যমজ তিন বোনের
আমার কথা, আসানসোল, ৯ এপ্রিলঃ
তিন তিনটে ব্রোঞ্জ পদক তাও আবার তিন যমজ বোনের ঝুলিতে। একদমই তাই। অবাক করা এই ঘটনাটি আসানসোলের। সুচেতা চট্টোপাধ্যায়, রঞ্জিতা চট্টোপাধ্যায় ও সুপ্রীতা চট্টোপাধ্যায় এই তিন যমজ বোন(ট্রিপলেট) কুলটির ডিসেরগড়ের বাসিন্দা। ডিসেরগড় এসডি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পাঠরতা। বাবা বামাপ্রসাদ চট্টোপাধ্যায় পেশায় গৃহশিক্ষক ও মা সুনেত্রা চট্টোপাধ্যায় গৃহবধূ। এনাদের উৎসাহে ও অনুপ্রেরণায় এই তিনবোন জাতীয় তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে এই রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে তিনজনেই ব্রোঞ্জ পদক জিতে নেয়।
বাবা বামাপ্রসাদ চট্টোপাধ্যায় জানান, এই তিন বোনকে আড়াই বছর আগে তাইকুন্ডুর প্রশিক্ষণে দেন। হাওড়ায় অনুষ্ঠিত রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনার পদক জয়লাভ করেছিল তিন বোনই। এরপর তারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ নিতে শুরু করে। রাজস্থানের কোটাতে গত ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত্য ৩৬তম জুনিয়র জাতীয় সাব জুনিয়র ইউরোজি ও ১০তম জাতীয় সাব জুনিয়র পুমাসে তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ(২০২২-২৩) এর আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার আয়োজক ছিল রাজস্থান তাইকুন্ডু অ্যাসোসিয়েশন ও তাইকুন্ডু ফেডারেশন অফ ইন্ডিয়া। এখন তিনবোনের এই ব্রোঞ্জ পদক জয়ে বেশ খুশির হাওয়া আসানসোলে।