উৎপাদনে ঘাটতি মেটাতে কয়লার সাথে মেশানো হচ্ছে ছাই, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের
আমার কথা, লাউদোহা, ২ ফেব্রুয়ারী:
উৎপাদনে কারচুপি করতে কয়লার সাথে মেশানো হচ্ছে ছাই, অভিযোগ শ্রমিকদের একাংশের। অস্বীকার কর্তৃপক্ষের। ইসিএলের ঝাঁঝরা এরিয়ার ৩/৪ ইনক্লাইন কোরিয়ারির ঘটনা।
সাইডিং থেকে কয়লা চুরি, উৎপাদনে কাগজ-কলমে কারচুপি ইসিএলের কোলিয়ারি গুলোতে নতুন কোন ঘটনা নয়। যদিও এইসব অভিযোগ স্বীকার করে না কর্তৃপক্ষ। ঝাঁঝরা এরিয়ার ৩/৪ কোলিয়ারিতে এরকমই অভিযোগে সম্প্রতি সরব হয়েছে শ্রমিকদের একাংশ। তাদের অভিযোগ উৎপাদনে কারচুপি করতে কয়লার সাথে মেশানো হচ্ছে ছাই। সেজন্য কোলিয়ারির সাইডিং এ প্রচুর পরিমাণ ছাই মজুদ করা হয়েছে। ওজনে কারচুপি করতে কয়লার সাথে ছাই মিশিয়ে তা সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসি-র ঝাঁঝরা এরিয়া ইউনিট সেক্রেটারি পলাশ পান্ডে বলেন ৩/৪ ইনক্লাইন ও ঝাঁঝরা সাইডিং এ প্রচুর পরিমাণ ছাই মজুদ করা হয়েছে। কোলিয়ারিতে কয়লা উৎপাদন হয়, তাহলে এই ছাই কোথায় থেকে এলো ? সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কয়লার সাথে মেশানোর জন্যই ছাই মজুদ করা হয়েছে। উৎপাদন ঘাটতি ধামাচাপা দিতেই এই কৌশল কর্তৃপক্ষের। তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানান তিনি। শ্রমিক সংগঠন কেকেএসি-র এরিয়া সেক্রেটারি বিন্দু যশ বলেন এরকম অভিযোগের কথা শুনেছি। তবে এর বেশি কিছু জানা নেই বলে জানান তিনি। অন্যদিকে থ্রি ফোর ইনক্লাইন কোলিয়ারির এজেন্ট টি কোলে বলেন কয়লার সাথে ছাই মেশানোর অভিযোগ ভিত্তিহীন। কোলিয়ারি থেকে সাইডিং যাওয়ার রাস্তা মেরামতির জন্যই ছাই মজুত করা হয়েছে বলে জানান তিনি।