কেন্দ্র জামুড়িয়াঃ টক্কর নবীনে প্রবীনে, তবু আত্মবিশ্বাসী তৃণমূলের হরে রাম সিং
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ১৩ মার্চঃ
পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার কেন্দ্রটি বরাবরই বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত ৪৪ বছর ধরে এই কেন্দ্রটি রয়েছে তাদের দখলে । এমনকি ২০১১ ও ২০১৬ বিধানসভা ভোটে ও রাজ্যজুড়ে পরিবর্তন হওয়া সত্ত্বেও এই কেন্দ্রটি ধরে রাখতে সক্ষম হয়েছে বামেরা। তবে এবার এই কেন্দ্রটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তৃণমূল প্রার্থী করেছে শ্রমিক সংগঠনের বর্ষীয়ান নেতা হরেরাম সিংকে। এদিকে গত দুই বারের বিধায়ক জাহারানা খান এর পরিবর্তে এবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে এই কেন্দ্রে লড়ছেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বাম ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষ। বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। ফলে ত্রিমুখী লড়াই হলেও জামুড়িয়ায় এবার জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী হরেরাম সিং।
তিনি বলেন এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গত ৪৪ বছরে জামুরিয়া এলাকার কোনো উন্নয়ন হয়নি।এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ, যানজট সমস্যা ভয়ঙ্কর। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি দূষণ এই এলাকায়। বাম বিধায়করা এসব নিয়ে কোনো কাজ করেনি যেখানে গত দশ বছরে রাজ্যের অন্যান্য জায়গায় উন্নয়নের অনেক কাজ হয়েছে। এলাকার মানুষ বুঝেছে বামেরা শুধু ভোট চায়, উন্নয়নে নজর নেই তাদের। তাই জামুড়িয়ার মানুষ এবার জোড়া ফুলে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আত্মবিশ্বাসী এই তৃণমূল।প্রার্থী। তিনি বলেন এই কেন্দ্রে বিজেপি কোন ফ্যাক্টর নয়, তাদের মূল প্রতিদ্বন্দ্বী বামেরা। জামুড়িয়ার মানুষ এবার চায় এই কেন্দ্রটিতে তৃণমূলকে জিতিয়ে আসনটি মমতা বন্দোপাধ্যায়কে উপহার দিতে। তাই জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে সাফ জানান হরেরাম সিং।