পরীক্ষা দিয়েই অসুস্থ হয়ে পড়লেন পরীক্ষার্থী, সাহায্যের হাত বাড়ালেন অঞ্চল সভাপতি

আমার কথা, লাউদোহা, ১০ ফেব্রুয়ারীঃ
মঙ্গলবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শেষে হঠাৎই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। চিকিৎসা শেষে ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেয় স্কুল কর্তৃপক্ষ। দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি স্কুলের ঘটনা।
চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সোমবার। মঙ্গলবার ছিল ইংরেজি পরীক্ষা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি হাইস্কুলে সেন্টার পড়েছে পাণ্ডবেশ্বরের রাখাল চন্দ্র বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের। এদিন পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর শিল্পা সিং নামে এক পরীক্ষার্থী হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা মেডিকেল টিমের সদস্যরা দ্রুত স্কুলের মধ্যেই ওই ছাত্রীর সুশ্রষা শুরু করেন। পরে অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ফরিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসার পর ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বে পাণ্ডবেশ্বর এর সোনপুর বাজারি এলাকায় বাড়িতে ছাত্রীকে পৌঁছে দেন। ছাত্রীর অসুস্থতার খবর পেয়ে দ্রুত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষ। তিনি জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। এদিন সেই অ্যাম্বুলেন্সেই ওই ছাত্রীকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও ছাত্রীর অভিভাবকের সাথেও তিনি কথা বলেন। জানা যায় ছাত্রীটির অভিভাবক মাখন সিং পেশায় দিনমজুর। মেয়ের চিকিৎসা ও ওষুধ কেনার জন্য গৌতম বাবু তাদের আর্থিক সাহায্যও করেছেন বলে জানান মাখন বাবু। প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে শিল্পী জানান এদিন ইংরেজি পরীক্ষার তার ভালোই হয়েছে । চিকিৎসার পর ভালো আছি বলে জানায় সে।