মন্দির সংস্কারের কাজ করতে গিয়ে অন্ডালে ঢালাই চাপা পড়ে গুরুতর জখম শ্রমিক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩জুলাইঃ
আটচালার ঢালাইয়ের নিচে চাপা পড়ে গুরুতর জখম হলেন এক শ্রমিক। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে অন্ডাল থানার অন্তর্গত দক্ষিণখন্ড গ্রামের ঠাকুরবাড়ি পাড়া এলাকায় । উদ্ধার হওয়া শ্রমিকের নাম রাকেশ বাদ্যকর ।
প্রসঙ্গতঃ দু’শ পঁচাত্তর বছর আগে ওই এলাকায় গোপীনাথ জিউর মন্দির প্রতিষ্ঠা হয় । মন্দিরটির সেবায়েতের দায়িত্বে রয়েছেন স্থানীয় ঠাকুর পরিবারের সদস্যরা। সেই কারণে এলাকাটি ঠাকুরপাড়া নামে পরিচিত। কুড়ি বছর আগে মন্দিরের সামনে একটি আটচালা নির্মাণ করা হয় । বর্তমানে আটচালাটির সংস্কারের কাজ চলছিল। আজ সকালে কাজ করার সময় হঠাৎই আটচালার পিলার গুলি ভেঙ্গে গোটা ঢালাইটি মাটিতে বসে যায়। ঢালাই এর নিচে আটকে পড়েন রাকেশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। দ্রুত সেখানে পৌঁছানো অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঘোষ সহ পুলিশকর্মীরা। স্থানীয় বাসিন্দারাই ঢালাই নিচে আটকা পড়া শ্রমিককে উদ্ধারে কাজে হাত লাগান। ড্রিল মেশিন দিয়ে ঢালাই কাটা হয়। গ্যাস কাটার দিয়ে কাটা হয় ঢালাইয়ে রড। প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় উদ্ধার হয় আটকে পড়া শ্রমিক। উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ তাকে পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।