ফের গোডাউনে দুষ্কৃতি হানা, চাঞ্চল্য খনি এলাকায়
আমার কথা, অন্ডাল, ১৪ অক্টোবর:
কোলিয়ারির গোডাউনে হানা দিল দুষ্কৃতির দল। ছাদের এডবেটস ভেঙ্গে চুরি করে নিয়ে গেল পাম্প সহ দামি যন্ত্রাংশ। পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে।
কয়েক দিন আগে খনি সংস্থা ইসিএলের বাঁকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারির গোডাউনে ঘটেছে লুটপাটের ঘটনা। জনা ২৫ দুষ্কৃতি কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের আটক করে সেদিন গোডাউনে মজুদ থাকা দামি যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার গভীর রাতে পড়াশকোল ইস্ট কোলিয়ারির গোডাউনে হানা দিয়ে পাম্প সহ বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল। গোডাউনের ছাদের এডবেসটস ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে লুটপাট চালায় বলে অভিযোগ।
শ্রমিক সংগঠন কয়লা খাদন শ্রমিক কংগ্রেসের নেতা গৌতম মন্ডল জানান দুর্গাপুজোর কারণে কোলিয়ারিতে শ্রমিক সংখ্যা কম ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা এই কান্ড ঘটায়! সোমবার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর চুরির ঘটনাটি প্রকাশ্যে আছে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। দুষ্কৃতিদের ধরতে তদন্ত শুরু হয়েছে বলে জানাই থানার এক আধিকারিক।