অন্ডালে পঞ্চায়েত দপ্তরে হামলা ভাঙচুর, নথি লুটের অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২জুলাইঃ
পঞ্চায়েত দপ্তরে ঢুকে প্রধানের উদ্দ্যেশে গালিগালাজ করা সহ দপ্তরের আসবাবপত্র ভাঙ্গচুর ও নথিপত্র নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল এলাকার পাঁচজন ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খাঁদরা পঞ্চায়েতের দপ্তরে। যদিও বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
পঞ্চায়েত সূত্রে খবর, আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ নাগাদ এলাকারই সিদুলি বাউরি পাড়ার পাটলু বাউরি,রাজু বাউরি,দীপু বাউরি ও স্বপন বাউরি সহ পাঁচজন পঞ্চায়েত দপ্তরে আসে। দপ্তরে ঢুকে তারা প্রধানের খোঁজ করেন। সেই সময় পঞ্চায়েত দপ্তরে ছিলেন না প্রধান শ্যামলেন্দু অধিকারী। প্রধানকে না পেয়ে ওই ব্যক্তিরা পঞ্চায়েত কর্মীদের গালিগালাজ করে বলে অভিযোগ। কর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়ে উখরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ওই ব্যক্তিরা তখনকার মত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রের খবর।
এরপর ফের বিকাল ৪টে ৩০ নাগাদ ওই ব্যক্তিরা পঞ্চায়েত দপ্তরে ফিরে এসে প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের গালিগালাজ করে বলে অভিযোগ। ভয় পেয়ে পঞ্চায়েত কর্মীরা অফিস ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপরেই আসবাবপত্র ভাঙচুর ও পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ নথিপত্র লুটের ঘাটনাটি ঘটে বলে জানান প্রধান শ্যমলেন্দু অধিকারী ।
স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত পাঁচ ব্যক্তি কয়েকমাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছিল। এখনও সেই আবেদন মঞ্জুর না হওয়াতেই ক্ষোভে তারা এই ঘটনা ঘটায় বলে স্থানীয়দের মত।