দুর্গাপুরে বিজেপির গোঁজ প্রার্থীর উপর ‘হামলা’
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪এপ্রিলঃ
নির্বাচনী প্রচারের শেষলগ্নে বিক্ষুব্ধ বিজেপি নেত্রী তথা নির্দল প্রার্থী চন্দ্রমল্লিকা ব্যানার্জীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের অনুগামীদের বিরুদ্ধে।
দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের নির্দল প্রার্থী চন্দ্রমল্লিকা দেবীর অভিযোগ, যেদিন তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আর বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন সেদিন থেকে তাকে নানা ভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে। শুক্রবারও এর অন্যথা হয়নি। তিনি বিকেলে যখন প্রচারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন ফের তাকে ফোন করে হুমকি দেওয়া হয়। তবে বিষয়টি এখানেই থেমে যায়নি। তিনি প্রচার শেষে যখন এ-জোনের কনিষ্ক রোড ধরে লিংক রোডের দিকে যাচ্ছিলেন সেই সময় তাঁর উপর কয়েকজন যুবক নিজেদের মুখ ঢেকে হামলা চালায়। ধাক্কাধাক্কিতে চন্দ্রমল্লিকা দেবীর ব্লাউজ ছিঁড়ে যায়। এরপর তাঁর উপর ধারালো ব্লেড চালাতে গেলে চন্দ্রমল্লিকা দেবীর সাথে যারা ছিলেন তারা বাঁধা দেয়। এই পুরো ঘটনার পেছনে লক্ষ্মণ ঘোড়ুইয়ের হাত রয়েছে বলে অভিযোগ করছেন নির্দল প্রার্থী চন্দ্রমল্লিকা বন্দোপাধ্যায়।