দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের উপর হামলা, জখম ১
আমার কথা, দুর্গাপুর, ২০ এপ্রিলঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ ছিলো একটি কারখানায় তৃণমূল শ্রমিক সংঠনের একটিই দল থাকবে। বিভিন্ন কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠনের একাধিক গোষ্ঠী থাকার কারনে মাঝে মাঝেই শক্তি প্রদর্শণে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসতো। মূলতঃ এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ। দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় আই এন টি টি ইউ সির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন আর তারপরেই সাতজন শ্রমিক নেতাকে বহিষ্কার করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়ালো কারখানায়।
জানা গিয়েছে, আজ সকালে কয়েকজন ঠিকা শ্রমিক কাজে যোগ দিতে গেলে তাদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। তাদের ওপর ইটবৃষ্টিরও অভিযোগ ওঠে। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ঘটনায় মাথা ফাটে সেখ সামসুদ্দিন নামে এক ঠিকা শ্রমিকের, আর এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠছে গোলাম রসুল নামে এক শ্রমিকের দিকে। ঘটনার পরেই জখম সেখ সামসুদ্দিনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
জখম সেখ সামসুদ্দিনের অভিযোগ, আজ তিনি কাজে যোগ দিতে গেলে গোলাম রসুলের নেতৃত্বে বেশ কয়েকজন ঠিকা শ্রমিক তার উপর চড়াও হয়। কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। অভিযুক্তদের ছোঁড়া ইটে তার মাথাও ফেটেছে।
সুত্রের খবর গোলাম রসুল একজন সক্রিয় তৃণমূল নেতা। দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় তৃণমূলের সাতজন শ্রমিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। সম্ভবতঃ এই ঘটনা তারই জের বলে মনে করছে রাজনৈতিক মহল।