আইসিডিএস কর্মীদের উপর হামলা, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
আমার কথা, পান্ডবেশ্বর, ১৬ মে:
ডেপুটেশন দিতে এসে আক্রান্ত হলেন আইসিডিএস কর্মীরা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর এর সিডিপিও অফিস চত্বরে।
রান্নার কাজে যুক্ত আইসিডিএস কর্মীদের বকেয়া বেতন, অন্যান্য কর্মচারীদের বেতন নিয়মিত করা, প্রত্যেক কর্মচারীকে প্রতিশ্রুতি মতন স্মাট মোবাইল ফোন দেওয়া সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ব্লকের সিডিপিও অফিসে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল আইসিডিএস কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বেলা ১২-টা নাগাদ সংগঠনের সাথে যুক্ত আইসিডিএস কর্মীরা সিডিপিও অফিস চত্বরে পৌঁছালে আচমকা তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি জানান সিডিপিও অফিস চত্বরে পৌঁছানোর পর সেখানে মোতায়েন এক পুলিশ অফিসার আমাকে বলেন এখান থেকে চলে যান, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাঁর সাথে কথোপকথন চলার সময় আচমকাই ৩০-৪০ জন দুষ্কৃতী বাঁশ, লাঠি, রড নিয়ে ঝাঁপিয়ে পরে আইসিডিএস কর্মীদের উপর। কর্মীদের লক্ষ্য করে দূর থেকে পাথরও ছোঁড়া হয় বলে অভিযোগ। ভাস্কর বাবু সহ ১০-১৫ জন আইসিডিএস কর্মী হামলায় আহত হন। অনেকেই মাথা, হাতে আঘাত পান রক্তও ঝরে। ঘটনাস্থলে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মীও মাথায় আঘাত পান তার মাথা ফেটে রক্ত ঝরে। আক্রমণকারীরা সকলেই তৃণমূল কর্মী বলে দাবি করেন ভাস্কর বাবু।
পাণ্ডবেশ্বর ব্লক উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আইসিডিএস কর্মীরা অভিযোগ জানাতে পাণ্ডবেশ্বর থানায় যান। বেশ কয়েকজন হামলাকারীর নাম সহ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভাস্কর বাবু। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় বলেন এরকম কোন ঘটনার কথা জানা নেই বিষয়টি খোঁজ নিয়ে দেখবো বলে জানান তিনি।