বিজেপি কর্মীদের উপর হামলা, প্রতিবাদে ধর্ণা থানার সামনে
আমার কথা, পান্ডবেশ্বর,, ৫ মেঃ
প্রার্থীর সমর্থনে পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হল বিজেপি কর্মীরা। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ থানার বাইরে ধর্ণায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা । জামুরিয়া দু’নম্বর ব্লকের খোট্টাডিহি গ্রামের ঘটনা।
রবিবার সকালে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপর চড়াও, মারধর এমনকি বিজেপির সমর্থকদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় হামলা চালানো হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানার নেতৃত্বে। বিজেপি নেতা গৌতম মন্ডল জানান ভোট প্রচারের জন্য এলাকাতে আজ দলীয় প্রার্থী এসএস আলুওয়ালিয়ার একাধিক কর্মসূচি রয়েছে। সেজন্য দলের কর্মীরা গ্রামে পতাকা লাগাচ্ছিল। বেলা ১১ টার নাগাদ তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানার নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। হামলায় দলের কয়েকজন কর্মী আহত হন। কয়েকজন সমর্থকের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন গৌতম বাবু। ঘটনার পর দোষীদের গ্রেপ্তারের দাবিতে পাণ্ডবেশ্বর থানায় ধর্নায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। হামলাকারীদের নাম সহ থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশের মদতে তৃণমূল কর্মীরা এই হামলা চালিয়েছে তাই থানার ওসিকে দ্রুত বদলিরও দাবী জানানো হয় বলে জানান গৌতম বাবু। যার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে বিজেপির অভিযোগ সেই তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়ার জন্য বেশ কয়েকবার ফোন করা সত্ত্বেও তার ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। তবে শাসকদলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকাতে এরকম কোন ঘটনা ঘটেনি বলে দাবি তাদের।