দুর্গাপুরে নিজের পিসিকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ভাইপো
আমার কথা, দুর্গাপুর, ৫ নভেম্বর:
নিজের পিসিমাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল আপন ভাইপোর বিরুদ্ধে। সাথে আত্মীয়দের বিরুদ্ধে ওই মহিলাকে মারধরেরও অভিযোগ ওঠে।
নিউটাউনশিপ থানার অন্তর্গত জেমুয়ার বাসিন্দা সত্তর বছর বয়সী নির্যাতিতা বৃদ্ধার অভিযোগ ওনার নিজের ভাইপো, নাম উত্তম দাস, যে পাশের বাড়িতে থাকে। গতকাল অর্থাৎ শনিবার সকাল ১০ টা নাগাদ মদ্যপ অবস্থায় ওনার বাড়িতে ঢুকে তাকে প্রথমে শ্লীলতাহানি করে, তারপর ধর্ষণের চেষ্টা করে। তাতে বাধা দিলে বৃদ্ধার গলা টিপে ধরে অভিযুক্ত বলে অভিযোগ। এতে তিনি চেঁচেমেচি করেন। তখন অভিযুক্ত পাঁচিল টপকে পালিয়ে যায়। এরপর অভিযুক্তের দিদি, বোন ও জামাইবাবু এসে নির্যতিতাকে গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ। বর্তমানে বৃদ্ধা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত প্রথমে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে পুলিশ সুত্রে খবর এই ঘটনার পেছনে জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে দুই পক্ষের মধ্যে। তার থেকেই এই ঘটনার সুত্রপাত।