দুর্গাপুরে নাবালিকাকে ফুঁসলানোর চেষ্টা, জনরোষের শিকার যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ মার্চঃ
মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যেতে গিয়ে গণপ্রহারের শিকার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে, জানা গিয়েছে, আজ মঙ্গলবার দুপুরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক মানসিক ভারসাম্যহীন নাবালিকা চিকিৎসা করাতে এলে নাবালিকাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। দুর্গাপুরের ইস্পাত নগরী রহিমপথ এলাকা থেকে চিকিৎসা করানোর জন্য মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকা এসেছিল মায়ের সাথে। তখনই মায়ের অছিলায় ভুল বুঝিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয় ও নাবালিকের মায়ের।
জনতার রোষের মুখে পড়ে ওই যুবক।
সোনু মাহাতো নামে অভিযুক্ত ওই যুবক বেনাচিতিতে একটি চায়ের দোকানে কাজ করে বলে জানা গিয়েছেন পরে পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চতত্ব এলাকা।